চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন উত্তর বাঁশবাড়িয়া এলাকায় র‍্যাব-৭ এর টহল দলের সাথে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি বিনিময়ে ‘গরীবের ডাক্তার’ খ্যাত চাঞ্চল্যকর ডাঃ শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন প্রকাশ কালু ডাকাত (২৬) নিহত। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল সহ দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার উদ্ধার করে র‍্যাব-৭। উল্লেখ্য যে, গতকাল ২২ অক্টবর র‍্যাব ৭ কর্তৃক উক্ত ডাকাত দলের এক সদস্য গ্রেফতার হয় যে পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।